কবি রাজীব কুমার ঘোষের কবিতা সংকলনের পাঠ প্রতিক্রিয়া
" কবিতার মুখোমুখি দেবাশীষ" বিগলিত অক্ষরধারায় পাঠকের শুদ্ধ স্নান দেবাশীষ মুখোপাধ্যায় উত্তরপাড়া, হুগলি অ্যাথেরোস্ ক্লেরোসিস হলো ধমনীর ভিতরে কোলেস্টেরলের আস্তরণ জমে গিয়ে রক্ত চলাচলের পথ সংকীর্ণ হয়ে যাওয়া যা ওষুধের সাহায্যে গলিয়ে দেওয়া হয় 'থ্রম্বোলিটিক থেরাপি'র মাধ্যমে। সংস্কৃতির মননে রক্ত সঞ্চালনের এইরকম বৈরস্য দূর করার 'ওয়ার্ডোলিটিক থেরাপি ' যেন ঢাকার 'পুন্ড্রবর্ধন' প্রকাশনা থেকে প্রকাশিত দুই বাংলার দুই শ্রদ্ধেয় কবি সৌমিত বসু ও শাহীন রেজার যৌথ কবিতা সংকলন ' দুই নদী এক ধারা ' ! " আকাশ - আলোর আমরা সুত নূতন বাণীর অগ্ৰদূত কতই বা কি করব মোরা নাইকো তার অন্ত রে !" অক্ষর দামালপণায় এক অপরিসীম চিন্তার সম্ভাবনাকে পাঠকের হাতের মুঠোয় ধরে ফেলার দিগন্ত খুলে দেন এই দুই কবি ।চোদ্দটি করে কবিতার দুইমুখী সংকলনের অভিনব ভাবনায় যোগ করে আরো এক প...