কবি পিনাকী বসুর কবিতা সংকলন ' সুখ পোড়া গন্ধ ' র পাঠ প্রতিক্রিয়া
' কবিতার মুখোমুখি দেবাশীষ ' ০ দুঃখচোষা অক্টোপাসের গায়ে ভালোবাসার কেতকী গন্ধ ০ ------------------------------ দেবাশীষ মুখোপাধ্যায় উত্তরপাড়া, হুগলি ••••••••••••••• রিক্ত ও অতিরিক্তের দ্বন্দ্ব-যোনিতে তৈরি গরীবী(Poverty )পরিমাপের অর্থনীতিতে একটা চালু পদ্ধতি হলো Lorenz curve analysis । একটা আয়তক্ষেত্রের দুই বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক সরলরেখা যা প্রকৃত ঐ আয়তক্ষেত্রের কর্ণ তাকে ' zero poverty line ' বলে এবং ঐ একই দুই বিন্দুর সংযোজক রেখাকে Lorenz curve বলে যা সাধারণত প্রথম সরলরেখায় তলায় অবস্থান করে।এই দুই রেখার মধ্যের ফাঁক (Gap)দিয়ে poverty measure করা হয় অর্থাৎ...