প্রকাশিত...... বন্ধুরা পড়ে দেখতে পারেন...... মন্তব্য স্বাগত কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা: জেগে থাকা অন্ধকার যেখানে মাথা নত করে ----------------------------------------- দেবাশীষ মুখোপাধ্যায় উত্তরপাড়া, হুগলি ********* " ন দৃষ্টেদ্রষ্টারং পশ্যেন শ্রুতেঃ শ্রোতারং শৃণুয়া ন মতেমন্তারং মন্বীথা ন বিজ্ঞাতেবিজ্ঞাতারং বিজানীয়া: ।" দৃষ্টির স্রষ্টাকে দেখতে চাওয়া নয়, শ্রবণের শ্রোতাকে শুনতে চাওয়া নয়, মনোবৃত্তির মননকারীকে মনন করতে চাওয়া নয়, বুদ্ধিবৃত্তির বিজ্ঞাতাকে জানতে চাওয়া নয়।অন্তরেই তার নিত্য প্রকাশমানতা, সেই তার নিত্য অধিষ্ঠান।জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় শ্রুতি --সব সেখানে একাত্ম হয়ে যায়। সুধীন্দ্রনাথ যেমন বলেছেন --- " ভরা নদী ,তার আবেগের প্রতিনিধি, অগাধ সাগরে উধাও অগাধ থেকে; অমল আলোয় মুখরিত তার হৃদি; স্বাতী মণিময় তারই প্রত্যভিষেকে।" ভাবের এই দেউলে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন