কবিতা: নাছোড় বৃষ্টি

  দেবাশীষ মুখোপাধ্যায়



বারান্দায় চেয়ারে বসতেই
যুগলবন্দি চোখে
বৃষ্টির নাছোড় আদর
কাকটার গায়
একটু এদিক ওদিক
অবশেষে নিরুপায়
শেষে হার মেনে
স্থির অ চঞ্চল
বুঝে যায়
মেনে নিতে হয়
এটাই জীবন
কানের পাশে আদুরে বৃষ্টি
বলে চলে
পারলে এড়াতে
মানিয়ে নাও এখন
ঝেড়ে ফেলো নাহয় পরে


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি চন্দন রায়ের কবিতা সংকলনের রিভিউ

প্রেমেন্দ্র মিত্রের কবিতার দ্রুতি ও মন্দন

কবিতা অঞ্জলি: পূর্ণতার উড়ান