কবিতা: বৃষ্টি বরণ

  দেবাশীষ মুখোপাধ্যায়



তোমাকে দেখবো বলে
সুদূর আজ নৈকট্যের চেহারায়
উড়ন্ত মেঘের সাথে ছুটে চলা
গন্তব্য রোমন্থন করে চলে স্মৃতির

তোমাকে শুনবো বলে
কানে তো এখন ছলাৎ ছল
বৃষ্টির ফোঁটাদের টুপটাপ
ভালো বাসার সরণীতে এও এক যাপন

তোমাকে পাবো বলে
কাশের দোলায় দুলে ওঠে মন
চলমান তোমার বুকে ভরসার খোঁজ
ক্ষয়ে যাওয়া জীবনে আজ বড়ো আপন

তোমাকে ভাববো বলে 
সময় থমকে আজ অতীতচারি
হাতে হাত বিবশতা আবেশী হৃদয়
আছি ছিলাম থাকবোর ঝঙ্কার ই

সুখগুলো সব মুখ থেকে সারা শরীরে
যখন খেলা করে চলেছে
আনন্দ যখন এক হাত থেকে অন্য হাতে
অবলীলায় আশ্রয় খুঁজছে
তখন ও তোমাকে কাছে পাওয়া 
নিদারুণ নিরহঙ্কার....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি চন্দন রায়ের কবিতা সংকলনের রিভিউ

প্রেমেন্দ্র মিত্রের কবিতার দ্রুতি ও মন্দন

কবিতা অঞ্জলি: পূর্ণতার উড়ান