কবিতা : আমার বৃষ্টিরা

 দেবাশীষ মুখোপাধ্যায়


বৃষ্টির জলে স্মৃতির ফসফরাস জ্বলে
কাল সারারাত পথ চলা
আঙ্গুলে আঙ্গুল
এক ছাতায় একাকার দুই হৃদয়

বৃষ্টির জলে স্মৃতির ফসফরাস জ্বলে
ফাঁকা মিনিবাসের পিছনের সিট 
আবেশে বুঁদ দুই শরীর
কখন যেন আস্তে আস্তে গাছ হয়ে যায়

বৃষ্টির জলে স্মৃতির ফসফরাস জ্বলে
ঘন পাইন বনে
চুঁইয়ে পরা বৃষ্টির জল তরঙ্গ
পাহাড়ের বুকে চুমু খেয়ে মেঘ হয়ে যায়

বৃষ্টির জলে স্মৃতির ফসফরাস জ্বলে
মাধবীলতার ভেজা জলে 
শরীর নেভাতে গিয়ে
বিস্ফোরণের সলতেতে আগুন লাগায়

কাল সারারাত
স্মৃতির শরীর পুড়ে 
সকাল চেয়ে দেখে
ছাই হয়ে পড়ে আছে আমার বর্তমান



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি চন্দন রায়ের কবিতা সংকলনের রিভিউ

প্রেমেন্দ্র মিত্রের কবিতার দ্রুতি ও মন্দন

কবিতা অঞ্জলি: পূর্ণতার উড়ান