কবিতা অঞ্জলি: পূর্ণতার উড়ান

 দেবাশীষ মুখোপাধ্যায়



আগুনটা বুকে জ্বেলে
পুড়িয়ে পবিত্র চারপাশ
লড়াইয়ের সলতেতে বাঁচুক
জীবনের অশেষ অভিলাষ।

ধ্রুবতারা বুকে পুঁতে
ছেলে চলে জীবনের পথ
কালো বোর্ডের শব্দরা শেখায় 
বাঁচার  মহান শপথ।

বীজ আজ মহীরুহ
মানুষের শান্তির নীড়
উপদেশ তাদেরই ছিল
সদা থাক উচ্চ তব শির।

পূর্ণতারই শিক্ষায় থাক
সাফল্যের অদম্য সফর
জীবন বানাও তুমি
মানবতার অমলিন আকর।

এগিয়ে চলার ছন্দ এখন
ছেলেটির বিশ্বাসী পায়
সকল শ্রদ্ধা আজ তাই
সেই মহামানবেরই দিকে ধায়।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি চন্দন রায়ের কবিতা সংকলনের রিভিউ

প্রেমেন্দ্র মিত্রের কবিতার দ্রুতি ও মন্দন