কবিতা: বৃষ্টির গল্প
দেবাশীষ মুখোপাধ্যায়
গল্পটা বলবো বলে
অরণ্যে একদিন
হারিয়ে যেতে যেতে
তাকে খুঁজেছিলাম........
গল্পটা বলবোই
বৃষ্টির গল্পটা
আগুন-ভেজা শরীরে
প্রেমের ফানুস
তুমি বুঝবে
বুঝবে বলেই
গভীরে যেতে যেতে একদিন
বৃষ্টি তোমার শরীরে নামিয়ে ছিলাম
পাতার গড়িয়ে পড়া ফোঁটায়
যখন শব্দের শিশু গুলোর
আবোল তাবোল
হঠাৎ তোমার কান্নার শরীর
আমার শরীর ছুঁলো
মনের কপাট খুলে ব্যাকুল পাগল
দুহাত তুলে জানায়
এখন আসি
হয়তো আবার অন্য গল্প বলা
অন্তহীন অন্তহীন অন্তহীন ভালোবাসি....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন