কবিতা: বৃষ্টি ভেজা
দেবাশীষ মুখোপাধ্যায়
ধরো আবার যদি দেখা হয়
পথ চলতে চলতে
কি বলবে আমায়?
থরো থরো ঠোঁটে আবেগ চেপে
হয়তো বলবে, কেমন আছো?
তোমার কান্নার শরীর আমার কান ছোঁবে
হৃদয়ে ঝাপটাবে বৃষ্টিভেজা সে দুপুর
পাশের মানুষের হাত শক্ত করে ধরে
বোঝাতে চাইবে ভরসায় আছো
কিন্তু ভালোবাসায়?
নরম তুলতুলে চোখ দুটো বলবে
বলবেই আমি নিশ্চিত জানি
আজ ও দুয়ারে আসনখানি পাতা
আজ ও বৃষ্টিরা আমার শরীর আঁকে
তোমার নির্জনতায়........
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন