অণুগল্প: আশাবাদ
দেবাশীষ মুখোপাধ্যায়
স্কুল থেকে বেরতে অনেকটাই দেরি হয়ে গেল। ক্লান্ত শরীরটাকে একপ্রকার অটোর মধ্যে ছুঁড়ে দিল অভীক। পিছনের সিটে দুই পৃথুলার পাশে যেন পিসার হেলানো মিনারের মতো বাইরের দিকে ঝুলে রইল। বাইরের বাতাস গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল অটো চলতেই। আরামে চোখ বুজে এল। হঠাৎ প্রশ্ন : অভীবাবু,আজ বর্ধমান লোকালটা হবে তো? দ্বিতীয় বারের প্রশ্নে অভীক উৎসের দিকে তাকাল। কোণে বসে অজন্তাদি। পাশের মেয়েদের স্কুলের ভূগোলের শিক্ষিকা। বাড়ি বেহালা। অবসরের মুখে ই বলা যায়। একসাথে যাতায়াতের কারণে সখ্যতা।অভীককে খুব স্নেহ করেন ।মাথায় সাদা কালো চুলের সহাবস্থান মহামেডানের জার্সির কথা মনে করিয়ে দেয়। সারা মুখে লড়াইয়ের ছাপ। একমাত্র ছেলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ঠাকুর পুকুর ক্যান্সার হাসপাতালে নিয়মিত যেতে হয়।
ওনার স্বামী পুরুলিয়ায় রঘুনাথপুরের এর বি ডি ও। ঘাড় নেড়ে মুচকি হেসে মুখ ফেরালো ও।
কিছুক্ষণ পর আবার প্রশ্ন। অভীক বুঝলো খুব টেনশনে আছেন দিদি। ওনার দিকে মুখ ঘোরাতেই বলে উঠলেন: আজ ছেলেটাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া আছে। ট্রেনটা ধরা আজ খুব দরকার।অভীক বুঝল।এই ট্রেন না পেলে আধঘন্টা কোন ট্রেন নেই। ওনার মুখের দিকে তাকিয়ে অভীকের খুব মায়া হল। ভেতরে ভেতরে একটা উৎকন্ঠার স্রোত ওকে বিচলিত করছে খুব। হঠাৎ মগজে তিমির চক্রবর্তী ।ওর ইংরাজির শিক্ষক। বিভিন্ন সমস্যায় সব অদ্ভূত অদ্ভূত সমাধানের কথা বলতেন।সমাজ থেকে অপসংস্কৃতি দূর করার কথা উঠলেই বলতেন: মানুষের মনে আশাবাদকে প্রচন্ডভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে। মানুষ আশাবাদী হলেই টেনশন, উদ্বেগ মুক্তি।আর তার মানেই রাগ, হিংসা, কটূক্তির শেষ।আর তখনই আর কোন অপসংস্কৃতির চলচ্চিত্র নয়।অভীক স্যারের আশাবাদ নিয়ে মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা করে।
আজ আবার পোকাটার কামড়। কিছুক্ষণের জন্য হলেও ওনাকে টেনশন মুক্ত করতে হবে। স্থির দৃষ্টিতে দিদির মুখের দিকে তাকিয়ে বলে উঠলো: আপনি আজ নিশ্চিত ট্রেনটা পাবেন। ট্রেন আজ একটু লেট থাকবে। ষ্টেশনে পৌঁছে দেখবেন ট্রেন ঢুকছে। একটু ছুটলেই কেল্লা ফতে। ফাঁকা ট্রেন। বসার সিট পাবেন। আরামে কু ঝিকঝিক হাওড়া।
শেষের কথায় হেসে উঠলেন দিদি। ওনার মুখে এখন একরাশ প্রশান্তি। কপালের ছোট বড় মালভূমি সব সমভূমি এখন। উনি অভীকের আশাবাদের কথা ছবিতে ভেসে চলেছেন।অভীক আবার সফল হল।টেনশনকে মিড উইকেটের ওপর দিয়ে বাপি- বাড়ি- যা। হাওয়ায় এলোমেলো চুলগুলো ঠিক করতে লাগল ও ভালোলাগায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন