কবিতা: বৃষ্টি গ্রহণ
দেবাশীষ মুখোপাধ্যায়
নির্জন রাজপথে
বৃষ্টির ফোঁটা গুলো মনের আনন্দে
এককা দোক্কা খেলে চলেছে
বৃষ্টি জানে
তার এই গান
একসময় কোরাস হয়ে বাজবে
রাতজাগা ছেলেটার কানে
প্রেমের পাপড়িগুলো ঝেড়ে ফেলে
মেয়েটা আজ ভরসার ফুলশয্যায়
আদর বৃষ্টি মাখবে সারা গায়
আর ভাবুক ছেলেটা
একলা বৃষ্টির গান শুনে
অবিশ্বাসের আস্ত রাত
গিলে গিলে খায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন