আগুন সাগর

 দেবাশীষ মুখোপাধ্যায়


ঈশ্বর চলেছেন
ক্লান্ত পায়ে লাল মাটিতে জুতোর মশমশ
প্রাণের দেবতা সাজা
অসহায় দেহাতি মানুষের ডাক্তার দাদা
বড়ো অবুঝ ভালো - কাঙ্গাল  মানুষ
চাদর চাপা হৃদয় ক্ষতবিক্ষত
চাপ চাপ রক্তের আলপণা
অপমান বঞ্চনা অসম্মানের পাহাড়
ফুলে আজ তার খুব ভয়
কখন যে শক্ত পাথরের মালা হয়ে যায়

শব্দ সংস্কারক কখনও বা সমাজ সংস্কারক
নারী শিক্ষা বা বিধবা বিবাহ
চরৈবেতির রঙ্গিন উড়ান
তিনি চলেছেন তেজময়
শিরদাঁড়ায় যুদ্ধের দুন্দুভি
এই উঁচু হতে থাকা মাথাটাকে মাটিতে মেশানোর
একরাশ প্রয়াস 
না হলে যে সমাজ টলোমলো
কিন্ত কীটসমাজ 
পারলে কই
নাম যে স্বয়ং ঈশ্বর ভুলে গেলে বোধহয়

মৃত্যুটা আটপৌড়ে   রোজ  দেখা নয়
বুকের ক্ষতের ওপর জমে থাকা
হ্যাঁ। চোখেরই জল
প্রিয়জনের প্রয়োজন ফুরানোর মোড়কেউপহার
ঈশ্বরের আর এক ঈশ্বরকে শিউলি বিদায়
অনেক লড়াইয়ের আগুন খেয়ে
ভারতমায়ের জীর্ণ টলোমলো স্বপ্নগুলো আজ মহীরুহ
আশ্রয়ে কোটি কোটি ঊর্দ্ধ বাহু
লড়াইয়ের আগুন বুকে নিয়ে মিছিলের মুখ
ঈশ্বর ও যে তোমারই মুখ
জাগ্রত জীবন্ত ভারত তো সেখানেই
ঠিক সেখানেই
তোমার পাশে তোমারই আশে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি চন্দন রায়ের কবিতা সংকলনের রিভিউ

প্রেমেন্দ্র মিত্রের কবিতার দ্রুতি ও মন্দন

কবিতা অঞ্জলি: পূর্ণতার উড়ান