কবিতা: হৃদয়ে বাস

   দেবাশীষ মুখোপাধ্যায়



সততায় হোক বাসা
সতত তোমার
জীবন জয়ী হোক
মিথ্যার হার।
নিয়ম শৃঙ্খলা মানায়
চলুক জীবন
একফালি রোদ হও
প্রাণে আমরণ।
তুমি পথ চলো শুধু
উঁচু করে মাথা
জীবনে জীবন যোগ
সাফল্যের বারতা।
অবিরত পথ চলা
শপথ যে গাঁথা
শিক্ষকের আদর্শ মাথায়
আজি চরণে প্রণত মাথা।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি চন্দন রায়ের কবিতা সংকলনের রিভিউ

প্রেমেন্দ্র মিত্রের কবিতার দ্রুতি ও মন্দন

কবিতা অঞ্জলি: পূর্ণতার উড়ান