পশুরা ছড়াচ্ছে দিকে দিকে
দেবাশীষ মুখোপাধ্যায়
নারী মাংস খাবার সুখ
যোনিলুঠের লালসা
অথচ তোমারই উঠোনে খেলছে মেয়ে
ভালোবাসার মা পিঁড়িতে বসা
যে যোনি লোভ
তোমায় পশু বানায়
মাকে একবার জিজ্ঞেস করো
সে পথেই তোমায় আসতে হয়
স্তনের মাংস বড়ো প্রিয়
আঁচড় কামড় সবখানে
তোমার বোনই পেট ভরায় তাতে
মমতায় তার সন্তানে
চিতায় যে" জ্বল রাহা হ্যায় "
আসলে ওটা তোমার বাড়িরই মেয়ে
কাল হয়ত কাঁদবে বসে
দেখবে চিতার আগুন বেয়ে
তুমি ভাবছ সব তো সাফ
নিভলে আগুন সব মাপ
কিন্তু শোনো আগুন জ্বলেই
সকলের বুকে আগুন যাক
জ্বলছে জীবন জ্বলছে মানুষ
শুধু তোমারই পাপের অনলে
কাঁদাবে তোমায় ঐ চিতার শরীর
তোমারই মেয়ের রূপে বদলালে
আগুন জ্বালো..... আগুন জ্বালো...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন