কবি চন্দন রায়ের কবিতা সংকলনের রিভিউ
" কবিতার মুখোমুখি দেবাশীষ" --------------------- মৃত্যুর শীতল চুম্বনে প্রাণের উষ্ণ হোমাগ্নি জ্বলে °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° দেবাশীষ মুখোপাধ্যায় উত্তরপাড়া, হুগলি •••••••••••••••• ২০১৭ সালে অস্ট্রেলিয়ান টেলিভিশনে সাক্ষাৎকারে মৃত্যুকে জীবন উৎসব থেকে ফিরে যাওয়া প্রত্যাখান বলে আসিক্ত করে আমেরিকান কবি Patti Smithর ঋতভাষ ---"It's part of the privilege of being human that we have our moment when we have to say goodbye". স্বাভাবিক বহমানতায় মৃত্যুকে মহাবিশ্বলোকের ইশারা থেকে উৎসারিত সময়চেতনায় দুলিয়ে দেন অপরিহার্য সত্যের মতো যা ' আজ' কে ভাবগত বিজ্ঞপ্তির দৌবারিক করে। রবীন্দ্রনাথ ঠাকুরও তা উপেক্ষা করতে পারেন নি ---- "আস্ফালিছে ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন